নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর: সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিক মোল্লা ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)
বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ভারতের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।
আবু সিদ্দিক মোল্লা দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
আবু সিদ্দিক মোল্লার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁও থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সম্পপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।