নিউজ সোনারগাঁ২৪ডটকম:
মনোনয়ন চিন্তা নয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয়ের জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বললেন কায়সার। রবিবার কাঁচপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সোনারগাঁ আসন থেকে আমরা জাতীয় পার্টি নয় নৌকার জন্য শেখ হাসিনার কাছে আবেদন করেছি। আমি নিশ্চিত সোনারগাঁয়ে আওয়ামীলীগের নেতাকর্মীকে বাঁচাতে এবার সোনারগাঁয়ে নৌকা প্রতিকের মনোনয়ন দিবেন আমাদের নেত্রী। আমরা অবশ্যই দলের নৌকা প্রতিকের মনোনয়ন পাবো। এখন আমাদের সবার একটাই চিন্তা আগামীতে সোনারগাঁ থেকে নৌকার প্রতিকের জয় নিশ্চিত করা। সেজন্য যুবলীগকে আরো কাজ করতে হবে। শেখ হাসিনার উন্নয়নের কথা উপজেলা প্রত্যেকটি ঘরে ঘরে পৌচ্ছে দিতে হবে। মানুষকে ভালবাসতে হবে। যাতে আপনাদের ভালবাসায় জনগন খুশি হয়ে নৌকা প্রতিকে ভোট দেয়।
কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক লিটন খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রবিন, কাঁচপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুর খাঁন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মাষ্ঠার, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগ নেতা মান্নান মেম্বার প্রমূখ।