• সন্ধ্যা ৭:৫৩ মিনিট শনিবার
  • ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে হত্যার হুমকি পেয়ে মসজিদ ছাড়লেন ইমাম সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী শাখার গণসংযোগ সোনারগাঁয়ে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মিথ্যা সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে মসজিদের জমি আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন সোনারগাঁয়ে সমন্বয়কদের বিরুদ্ধে সমন্বয়কদের কড়া হুসেয়ারী অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে নোয়াগাঁও ইউপি কার্যালয়ে তালা সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট সোনারগাঁয়ে ভূমি রেজিষ্ট্রেশন ফি কমানোর জন্য রাজস্ব বোর্ডে স্মারকলিপি সোনারগাঁয়ে প্রবাসীর বাড়ী থেকে ১১’শ কেজি রড চুরি সোনারগাঁয়ে সবজি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই সোনারগাঁ সরকারী কলেজের অধ্যক্ষকে ফুলের মালা দিয়ে কলেজে ফেরালেন শিক্ষার্থীরা সোনারগাঁয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ২৭ মামলার শিকার বিএনপি নেতাকে পিটিয়ে আহত করলো আওয়ামীলীগ নেতারা সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়িতে ফের প্রতিপক্ষের হামলা ভাঙচুর ও লুটপাট শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি: যোগ্যতা নাকি রাজনৈতিক প্রভাব সোনারগাঁয়ে শাওন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে নতুন ইউএনও ফারজানা রহমান সুজনের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হুশিয়ারি তুহিন মাহমুদের সোনারগাঁয়ে দূর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
নৌকা জেতাতে চেয়ারম্যান মাসুমের অবিরাম গণসংযোগ

নৌকা জেতাতে চেয়ারম্যান মাসুমের অবিরাম গণসংযোগ

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আগামী ২৮ তারিখে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে উপজেলার চারটি ইউনিয়নে দিন রাত গণসংযোগ করে যাচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদৃর রহমান মাসুম।

জানাগেছে, ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলার ৮টি ইউপিতে আওয়ামীলীগের প্রার্থী ঘোষনা করে নৌকা প্রতীকের মনোনয়ন দেন কেন্দ্রীয় আওয়ামীলীগ। এরমধ্যে মনোনয়নপত্র জমার শেষ দিনে পিরোজপুর, কাঁচপুর, বারদী ও সনমান্দি কোন চেয়ারম্যান প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইঞ্জিনিয়ার মাসুম, মোশারফ ওমর, লায়ন বাবুল ও জাহিদ হাসান জিন্নাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হোন। বাকি ৪টি ইউপির মধ্যে শম্ভুপুরা, জামপুর, সাদিপুর ৩টি লাঙ্গল ও নোয়াগাঁও ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী থাকায় আগামী ২৮ নভেম্বর রবিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে নৌকা প্রতীককে বিজয়ী করতে মাঠে কাজ করছেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

 

আওয়ামীলীগের সুত্র জানান, ২৮ তারিখে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের জয়ী করতে কাজ করছেন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। প্রতিক বরাদ্বের পর থেকে উপজেলার চারটি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক, গণসংযোগ ও জনসভা করে যাচ্ছেন। মাসুম প্রতিটি ইউনিয়নে নিজস্ব নেতাকর্মী ও আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে এ প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এছাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক হিসেবে তিনি ব্যক্তিগত ভাবে প্রতিটি প্রার্থীর সাথে যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় ব্যবন্থা গ্রহনসহ সকল প্রকার সহযোগিতা করে যাচ্ছেন। পাশাপাশি শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনকেও প্রয়োজনীয় সহযোগিতা করে আসছেন।

এ ব্যাপারে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিউজ সোনারগাঁ’কে জানান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক হিসেবে আমার নৌকার প্রার্থীদের জেতানোর দায়িত্ব অপরিসীম। ইতিমধ্যে চারটি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধিতায় নৌকার মনোনীত চেয়ারম্যানরা জয়ী হয়েছেন। বাকি ৪টিতে আগামী রোববার নির্বাচন অনুষ্ঠিত হবে। সোনারগাঁয়ে আমাদের নৌকার যতেষ্ট জনপ্রিয়তা রয়েছে। আমাদের নেত্রী যাদের নৌকা প্রতিক দিয়েছেন তারা যতেষ্ট যোগ্যতা সম্পুন লোক। আমি আশা করি তারা বিপুল ভোটে জয়লাভ করবে। সেজন্য আমরা উপজেলা আওয়ামীলীগের প্রতিটি নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। শুধু নেতৃবৃন্দই নয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে। আমি উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রতিদিন সকাল-বিকেল ও রাতে প্রার্থীদের সাথে নির্বাচনী প্রচারনা অংশ গ্রহন করে নৌকা বিজয়ে জন্য কাজ করছি। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার প্রিয় সোনারগাঁবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে সেই ধারা অব্যাহত রাখবেন। পরিশেষে সোনারগাঁবাসীর উদ্দেশ্যে বলেন, ২৮ তারিখ সারাদিন নৌকা প্রতীকে ভোট দিন।


Logo