নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের মাঝে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার মেঘনা নিউ টাউন এলাকায় পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে সদস্য সংগ্রহ ও বই বিতরণের অনুষ্ঠানের আয়োজন করে পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা এইচ এম মাসুদ দুলাল। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, জেলা আওয়ামীলীগের পকেট আহবায়ক কমিটির কোন অস্তিত্ব সোনারগাঁয়ে নেই।এসব নেতাদের সোনারগাঁওয়ে অবাঞ্ছিত ঘোষনা করা হয়েছে।সোনারগাঁও আওয়ামীলীগ চলবে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নির্দেশে।টাকার বিনিময়ে যারা কমিটি বিক্রি করে তাদের কথায় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগ চলবে না
পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরুজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি এবং কাচঁপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি হাজী আঃমান্নান মেম্বার, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, জেলা তাতীলীগের সিনিয়র সহ সভাপতি দেওয়ান কামালসহ প্রতিটি ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ কয়েক হাজার নেতাকর্মী।