নিউজ সোনারগাঁ২৪ডটকম: জাতীয়াপার্টির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি নির্বাচিত হওয়ার পর এবার প্রেসিডিয়াম সদস্য হলেন সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকা। জাতীয়পার্টির চেয়ারম্যান জি এম কাদের বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের নিয়ে এক জরুরী সভা করেন। সেখানে তিনি লিয়াকত হোসেন খোকা ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানকে প্রেসিডিয়াম সদস্য তালিকায় অর্ন্তভুক্ত করেন।
লিয়াকত হোসেন খোকাকে প্রেসিডিয়াম সদস্য করায় সোনারগাঁ জাতীয়পার্টিরা নেতাকর্মী মিষ্টি বিতরন করে জিএম কাদেরকে সোনারগাঁ জাতীয় পাার্টির পক্ষ থেকে অভিনন্দন জানান।
এর আগে গত শনিবার (৭ ডিসেম্বর) ত্রি বার্ষিক সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হলেন তিনি। বেলা ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বেলাল হোসাইন।ত্রি বার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করবেন পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি।
প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।