নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম : নব গঠিত সোনারগাঁ থানা বিএনপির কমিটিতে ২নং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. মজিবুর রহমান ও যুব সম্পাদক হলেন আশরাফ ভুইয়া মনোনীত করা হয়েছে।
আজ (১১ ডিসেম্বর) রবিবার সকালে সোনারগাঁ থানা বিএনপির নব কমিটির অনুষ্ঠানিক ঘোষনার পর মো. মজিবুর রহমানকে সাংগঠনিক ও আশরাফ ভুইয়াকে যুব সম্পাদক বানানো হয়।
কলাপাতা রেষ্টুরেন্টের বিজ্ঞাপন
জানা গেছে, সোনারগাঁ থানা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো, নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক মো, সেলিম হোসেন দিপুসহ ১০১ সদস্য বিশিষ্ট বিএনপি’র নতুন কমিটি ঘোষনা করা হয়। সেই কমিটিতে ২নং সাংগঠনিক সম্পাদক ও যুব সম্পাদক পদে তাদের দুই জনকে মনোনীত করেন।
মো. মজিবুর রহমানকে সাংগঠনিক ও আশরাফ ভুইয়াকে যুব সম্পাদক পদে অধিষ্ঠিত করায় থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে তারা ধন্যবাদ জানিয়ে বলেন, খালেদা জিয়ার মুক্তি ও অবৈধ সরকারকে হটানোর জন্য কেন্দ্র থেকে যে নির্দেশনা দিবেন তারা রাজপথে থেকে জীবন বাঁজি রেখে সে দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন।