নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন মেম্বার ও সোনারগাঁ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরে ইয়াসিন নুবেল ও ফারুক মিয়াসহ তিন নেতাকে বিস্ফোরক মামলায় গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্ভে তাদের মুক্তি ছেয়েছেন থানা কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম মান্নান।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে কাঁচপুরের একটি নাশকতা মামলায় গ্রেফতারী পরোয়ানায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সোনারগাঁ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরে ইয়াসিন নোবেল ও সোনারগাঁ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন মেম্বার ও বিএনপি নেতা ফারুক হোসেন।
সৌদি আরব থেকে এক বিবৃতিতে জানানো হয়, শনিবার সোনারগাঁ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সফিউদ্দিন মেম্বার ও সোনারগাঁ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক নূরে ইয়াছিন নোবেলকে বাসা থেকে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ।
এ ঘটনায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান এই গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ জানান। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি।
থানা পুলিশ সূত্রে, বিগত প্রায় এক বছর আগে কাঁচপুরে স্বেচ্ছাসেবক দল মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়, এতে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই সময় নাশকতা ও বিস্ফোরণের মামলায় বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিন ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শাহ আলম সহ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলার আসামী নুরে ইয়াসিন নোবেল ও একই মামলার আসামী সফিউদ্দিন মেম্বারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় তাদের গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।