নিউজ সোনারগাঁ২৪ডটকম:
আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকাকে তৃনমুল আওয়ামীলীগ নেতাকর্মীরা সমর্থন দিয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) সকাল উপজেলার পৌরসভার দিঘিরপাড়া রয়েল রির্সোট অডিটোরিয়ামে এক কর্মী সভা করে তারা এ সমর্থন জানান। কর্মী সভার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ে এমপি ও মহাজোটের মনোনীত লাঙ্গলের প্রার্থী লিয়াকত হোসেন খোকা, ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্লা বাদশা, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর, পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নোয়াগাও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সাদিপুর ইউপি চেয়ারম্যান রশিদ মোল্লা, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাাপতি সিদ্দিক মোল্লা, সনমান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক মোল্লাসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহাজোটের এমপি লিয়াকত হোসেন খোকাকে আওয়ামীলীগের সমর্থনের ব্যাপারে তৃনমুল কর্মীদের মতামত নেন। তাদের উম্মুক্ত মতামতের উপর ভিত্তি করে সভায় সিদ্ধান্ত হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নির্দেশক্রমে জাতীয়পার্টির এমপি লিয়াকত হোসেন খোকাকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে পূর্ন সমর্থন দেওয়া হলো। এখন থেকে উপজেলার প্রতিটি কেন্দ্রে গিয়ে ভোটারদের কাছে আওয়ামীলীগের কর্মীরা লাঙ্গলের পক্ষে ভোট চাইবেন এবং লাঙ্গলকে বিজয়ী করতে যা করা দরকার তারা তাই করবেন।