নিউজ সোনারগাঁ২৪ডটকম:
মরন ব্যাধী মাদক নির্মূলে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। ১৯ জুন মঙ্গলবার উপজেলার সাদিপুর ও জামপুর ইউনিয়নে পূর্ব নির্ধারিত কর্মসূচী হিসেবে মাদক বিরোধী প্রচারনা কালে তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাপকালে এ মন্তব্য করেছেন। এসময় তিনি আরো বলেন, যে যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে যেখানে মাদক দেখবেন সেখানেই যুদ্ধে ঝাপিয়ে পড়বেন। আমি আপনাদের পাশে আছি। মাদক নির্মূলে যখনই আমাকে ডাকবেন তখন আমি ও আমার নেতাকর্মীরা মাদকের বিরুদ্ধে যুদ্ধে চলে আসবো। এছাড়া আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন জঙ্গিবাদের মতো মাদক ব্যবসায়ীদের এদেশ থেকে নির্মূল করতে। মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে আপনারা পুলিশ ও র্যাবের সহায়তা নিতে পারেন। মনে রাখবেন একজন মাদক ব্যবসায়ী একটি পরিবার সমাজ ও দেশকে ধ্বংস করে দিতে যতেষ্ট।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামপুর ইউপি চেয়ারম্যান হামীম সিকদার সিপলু, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রুহুল আমিন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল, পৌর আওয়ামীলীগের আহবায়ক গাজী আমজাদ হোসেন, জেলা তাতীলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন লিটন, সাবেক ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, মামুন আল ইসমাঈল, সামসুজ্জামান সামসু ও রফিকুল ইসলাম, জিলানী, মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকিব হাসান প্রমূখ।