নিউজ সোনারগাঁ২৪ডটকম:
বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জনসভায় যোগ দিলেন কেন্দ্রীয় বিএনপি কার্যনিবাহী কমিটির সদস্য এবং সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা বিএনপির সেক্রেটারী আজহারুল ইসলাম মান্নান। জনসভা উপলক্ষে শনিবার সকাল থেকে গুলিস্থানে অবস্থান নেন সোনারগাঁ থানা বিএনপির ও মান্নানের সমর্থরা। দুপুরে দিকে কয়েক হাজার নেতাকর্মীর হাতে প্লেকার্ড ফেষ্টুন, ব্যানার নিয়ে আজহারুল ইসলাম মান্নান হাজির হন সমাবেশ স্থলে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থান করায় এ জনসভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।