নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকমঃ নবগঠিত সোনারগাঁও পৌর বিএনপি’র নবনির্বাচিত কমিটির সদস্যরা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আজহারুল ইসলাম মান্নানের বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান সোনারগাঁও পৌরসভা আহ্বায়ক শাহজাহান মেম্বার, সদস্য-সচিব কাউন্সিলর মোতালেব হোসেন, যুগ্ন সম্পাদক মাসুম মোল্লা, যুগ্ম সম্পাদক আব্দুর রাহিম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ থানা যুবদল নেতা আশরাফ প্রধান,সোনারগাঁ থানা ছাত্রদল নেতা সোহেল রানা, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জসিম সহ নেতৃবৃন্দ।