নিউজ সোনারগাঁ২৪ডটকম:
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান কালাম বলেছেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি চক্রান্ত করে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে জননেত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা চালিয়েছে। আমরা নেত্রী সেসব স্বাধীনতা বি শেখ ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৮ আগস্ট শনিবার সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নে আয়োজিত দোয়া, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণভোজের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
এই অপশক্তি এখনো চক্রান্ত করে যাচ্ছে। তবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। বিএনপি-জামায়াতের কোন চক্রান্তকেই আমরা সফল হতে দিবো না। চক্রান্ত করে তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারবে না ইনশাআল্লাহ।
সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী ইসহাক মিয়ার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন সাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও সোনারগাঁ উপজেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট নূরজাহান, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শীপলু, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সিদ্দিক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম মুকুল, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান কামাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের যুগ্ম সম্পাদক গাজী রিপন, উপজেলা আওয়ামীলীগ নেতা খোরশেদ মোল্লা, সামসুজ্জামান সামসু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আব্দুল কাদির জিলানী, উপজেলা শ্রমিকলীগ নেতা মোবারক সরকার, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গোলজার হোসেন, আল-আমীন, আব্দুন নূর, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন, সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সজিব, উপজেলা ছাত্রলীগ নেতা বিজয়, বিপু, সনমান্দী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নয়ন আহমেদ সবুজ’সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।