নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: উপজেলা আওয়ামীলীগ ও এক কথিত আওয়ামীলীগ নেতার জাতীয়পার্টিতে যোগদান দেয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহফুজুর রহমান কালাম যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি দুৃদিন ধরে ফেসবুকে ভাইরাল হয়েছে। বক্তব্যটিতে একজন সাধারণ আওয়ামীলীগের কর্মীর মনের যে কষ্ট, বেদনা ও না বলা কথার অভিব্যক্তি ফুটে উঠেছে বলে মনে করেছেন সোনারগাঁয়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা। সেজন্য গত দুদিন ধরে মাহফুজুর রহমান কালামের বক্তব্যটি শেয়ার ও অনেক ভিউ হয়েছে।গত মঙ্গলবার বিকালে Mahafuzur Rgaman Kalam নামের একটি ফেসবুক আইডি থেতে মাহফুজুর রহমান কালাম একটি ভিডিও পোষ্ট করেন।সেই ভিডিও পোষ্ট করার পর অগনিত নেতাকমী তা শেয়ার করেন। তাতে দেখা যায় প্রায় ৪০ হাজারের মতো ভিউয়ার্ ভিডিওটি ভিউ করেন।
বক্তব্যটিতে মাহফুজুর রহমান কালাম বলেন, বর্তমানে বাংলাদেশে আওয়ামীলীগের স্বর্ণযুগ। আওয়ামীলীগ বর্তমানে টানা দিন বছর ক্ষমতায় থেকে দেশে অনেক উন্নয়ন করেছে। দেশের উন্নয়নের সাথে নেতাকর্মীরা ব্যবসা বানিজ্য করে নিজেদের উন্নয়ন সাধন করছে। সে সময় কোথায় কোন এক লোক আওয়ামীলীগ পরিচয় দিয়ে জাতীয়পার্টিকে যোগ দিয়ে দলের বদনাম করেছে। আর যে লোক যোগদান দিয়েছেন তিনি নেতা তো দুরের কথা তার ৫ টাকার সদস্য পদও নাই সে লোক কিভাবে নেতা হয়। সে জাতীয়পার্টির এমপি হাতে ফুল দিয়ে যোগদান করেছে আবার সেটা বিভিন্ন গণমাধমেও প্রকাশ করা হয়েছে। এটা আমি মনে করি সোনারগাঁ আওয়ামীলীগ তথা সারা বাংলাদেশেরর আওয়ামীলীগের বদনাম করা জন্য ষড়যন্ত্র করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা করা হয়েছে।একজন আওয়ামীলীগ নেতা কখনো জাতীয়পার্টতে যেতে পারে না বরং জাতীয়পাটির নেতারা সুসময়ের জন্য সারা দেশে যোগদান করেছে। এসময় তিনি উপজেলা আহবায়ক কমিটির ও আহবায়ক কমিটির মাস্ক গ্রহণ নিয়েছেও সমালোচনা করেন। পরিশেষে তিনি এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।