নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ থানা বিএনপির রাজনীতি করতে করতে যারা বিভিন্ন সময় মৃত্যুবরন করেছেন সে সব নেতাদের পরিবারের পাশে দাড়িয়ে তাদের আর্থিক সহায়তা করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান।
আজ শুক্রবার সকাল থেকে ৫ নেতার বাড়িতে বাড়িতে গিয়ে এ অর্থ বিতরন করেন।
দিনের শুরুতে কাচঁপুর ইউনিয়ন যুবদল নেতা ক্রসফায়ারে নিহত আলমগীর বাদশার পরিবারের মাঝে অর্খ সহায়তা করেন তিনি। পরে সাদিপুর ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক করোনায় আক্রান্ত হয়ে মৃত খন্দকার শিমুল, সাদিপুর ইউনিয়ন সাবেক ছাত্রদল নেতা লোকমান মোল্লা, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ারের পরিবার এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মরহুম সানাউল্লাহ সানু পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে দেন।
তারা জানান, তারেক রহমানের নির্দেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সোনারগাঁ উপজেলার সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান নগদ অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রাসেল রানা, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সেলিম সরকার, কাঁচপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ফজল হোসেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল আলি, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ডাক্তার মিজানুর রহমান, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা সোহেল রানা, রুবেল হোসাইন, বিএনপি নেতা ওমর ফারুক, সাদিপুর ইউনিয়ন যুবদল নেতা মোঃ পরশ, মামুন নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।