নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়নগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সদস্য ও লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম সফিক মোগরাপাড়া বাজার থেকে তার প্রথম নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন।
গতকাল শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে মাঠ থেকে মাইক্রোবাস ও মোটর সাইকেলের বহর নিয়ে প্রথমে তিনি মোগরাপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের কার্যালয়ে শ্রমিক নেতাদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় শেষে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম নৌকায় ভোট চেয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে প্রচার পত্র বিতরণ করে। এসময় তার সাথে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে এলাকাবাসী জানায়, ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম ৪০/৫০টি মোটর সাইকেল ও ১০/১২ টি মাইক্রোবাস নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্থায় এলাকা দিয়ে মোগরাপাড়া বাজারে প্রবেশের সময় মহাসড়কে গাড়ী বহন দাড় করিয়ে রেখে দীর্ঘ যানজটের সৃষ্টি করে। এতে ভোগান্তীতে পড়ে দুরপাল্লার যাত্রী সাধারণ। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে যানজট নিরসন করেন। অপরদিকে, তার গনসংযোগে স্থানীয় কোন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দেখা যায়নি।