নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী রেজাউল করিমের সমর্থকদের পদপদবী পাইয়ে তার অবস্থান শক্ত ও সুদৃঢ় করতে আকুল আহবান জানিয়ে তার কাছে খোলা চিঠি লিখেছেন মাজারুল রাসেল নামের এক ছাত্র নেতা। মাজারুল রাসেল তার ফেইসবুক আইডিতে এ আহবান জানান। ছাত্র নেতা মাজারুল তার চিঠিতে উল্লেখ করেছেন, বর্তমান বিএনপি চলছে টাকার উপর ভর করে যারা টাকা দিতে পারে তারা সহজেই পদপদবীর মালিক হয়ে যাচ্ছেন। চাহিবা মোতাবেক টাকা না দিতে পারলে ত্যাগী ও রাজপথের নেতাদেরও মুল্যায়ন হচ্ছেনা। ছাত্রনেতা তার চিঠিতে রেজাউল করিমকে উদ্দেশ্য করে লিখেছেন, জনাব অধ্যাপক রেজাউল করিম আপনাকে বলছি, আগের রাজনীতি আর বিএনপির মাঝে নাই, বিএনপি এখন একটি লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। টাকা ছাড়া কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা এবং কথাও বলা যায় না। আর রাজনৈতিক কমিটি তো দূরের কথা। আপনি ভাবতে পারেন এই কথা গুলি কেন আপনাকে বলছি ? বিগত ১০ বছরের বেশি সময় ধরে কিছু মেধাবী ছাত্র আপনাকে ভালোবেসে বিএনপি তে যোগ দেন। তাঁরা সব সময়ে দেখেছি আপনার সব কর্মসূচি তে অংশ গ্রহণ করেছেন। কখনও কি তাদের কে জিজ্ঞাসা করেছেন যে তাঁরা কীভাবে টাকা খরচ করে আপনার কর্মসূচিতে এসেছেন।
সেই ছাত্রনেতা আরো লিখেন, বিগত সময়ে বিএনপি সরকারের বাহিরে, আপনি কি পারতেন না এই ছেলে গুলিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটিতে ভালো পদ দিতে, অবশ্যই পারতেন বিনিময়ে আপনার কিছু অর্থ খরচ হতো । আপনার সোনারগাঁয়ের রাজনীতি করার ইচ্ছে থাকলে ভালো ভাবে করেন আর তা না হলে আমাদের কে মুক্তি দেন। কারন দেখতেছি টাকার জন্য যুবদলের কমিটি ও আমাদের হাত ছাড়া হবে। আপনাকে তো আল্লাহ অনেক দিয়েছেন, টাকা পয়সা খরচ করার মতো লোক নাই ।তাই আমার অনুরোধ আপনিই পারবেন সোনারগাঁ বাসীর জন্য কিছু করতে।
তার এ চিঠিটি সোনারগাঁ বিএনপির সমর্থদের মাঝে ব্যাপক সারা পড়েছে। তার এ ষ্ট্রেটাসটি মুলত জেলা ছাত্র দলের কমিটি ঘোষনার পর তার আইডিতে দেওয়া হয়। সেখানে রেজাউল করিমের একটি ছবিও ব্যবহার করা হয়েছে