নিউজ সোনারগাঁ২৪ডটকম:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন করেবেন। ১০ ডিসেম্বর জেলা রিটানিং কর্মকর্তার অফিস থেকে তাকে লাঙ্গল প্রতিক বরাদ্ধ দিয়েছেন। ফলে আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসন থেকে লাঙ্গল নিয়ে মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকা ভোট যুদ্ধে লড়বেন। এ আসন থেকে তার অন্যতম প্রতিদ্ধন্ধি প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান যিনি ধানের শীষ প্রতিক নিয়ে লড়বেন এবং সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কা নিয়ে নির্বাচন করবেন। এছাড়া লড়াইয়ে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত আলহাজ্ব মোঃ সানাউল্লাহ নূরী যিনি হাতপাখা মার্কা, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মানিক লড়বেন মালা নিয়ে , সিপিবির আব্দুস সালাম বাবুল লড়বেন কাস্তে, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির এএনএম ফখরুদ্দিন লড়বেন মশাল নিয়ে।