নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের একমাত্র নারী মনোনয়ন প্রার্থী হিসাবে প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন চষে বেড়াচ্ছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিনা আক্তার। এ লক্ষে আজ মঙ্গলবার উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি কয়েকটি পথসভা ও গণসংযোগ করেন। এ সময় শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর ও চৌধুরীগাঁও ও মঙ্গলেরগাঁও এলাকার বিভিন্ন স্থানে পথসভা ও নৌকার পক্ষে লিফলেট বিতরন করেন।
স্থানীয় হোসেনপুর স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এক সভায় ড. সেলিনা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। এ নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে। এ দেশকে সামনে এগিয়ে নিতে হলে বর্তমান সরকারের ধারাবাহিতার বিকল্প নাই। স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় না আসলে দেশ অনেক পিছিয়ে যাবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে সমর্থন দিতে হবে। তিনি সবাইকে আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ-৩ আসন থেকে দল যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি দলীয় মনোনয়ন পাওয়ার আশা করি। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মোল্লা বাদশা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনি, স্থানীয় আওয়ামীলীগ নেতা ও নাঃ গঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সহঃ কমান্ডার সিরাজুল ইসলাম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আশেক আলী ভুইয়া, সৈয়দ ফয়জুর রহমান, গোলাম মোস্তফা, আঃ মজিদ, নুরুল ইসলাম, মাহমুদুল ইসলাম বকুল, পিরোজপুর ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম কিবরিয়া জহুর, মেঘনা শিল্পাঞ্চল আওয়ামী লীগ নেতা আলহাজ ফজলুল করিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, দরপত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন মাস্টার, কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা ইকবাল বিন মুজাম্মেল, মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শাহীন, রাসেল মাহমুদ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর ক্রীড়া সম্পাদক বদরুজ্জামান বদু, যুবলীগ নেতা আকতার জামান, যুব মহিলা লীগ নেত্রী রহিমা আক্তার ও মুসলিমা আকতার প্রমূখ।