নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সকল কর্মকান্ড স্থাগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সাথে সাদিপুর ইউনিয়ন পরিষদে সদ্য ঘোষিত ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
আজ (২০ মে) বৃহস্পতিবার আওয়ামীলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাদিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্বান্ত নেয়া হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ছাত্রলীগ নতুন কমিটি ঘোষনা ও পরবর্তি কোন সিদ্বান্ত কেন্দ্র থেকে না আসা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
কেন্দ্রীয় ছাত্রলীগের প্যান্ডে স্বাক্ষরিত চিঠিতে অভিযোগ করেন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি হাসান রাসেদ ও রাসেল মাহমুদ শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম পরিচালনা করার তারা এ সিদ্বান্ত নিয়েছেন।
অপরদিকে, সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী জানান, গত কয়েকদিন আগে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাত্রলীগের কর্মীদের বাদ দিয়ে বিএনপি পরিবারের সদস্য নিয়ে সাদিপুর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দিয়ে একটি কমিটি ঘোষনা করেন। সে কমিটিতে সাদিপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকের ছেলে খলিল সরকারকে সভাপতি ও রিয়াজুল ইসলাম রিফাত নামের এক ছাত্রদল কর্মীকে সাধারণ সস্পাদক ঘোষনা করে কমিটি করা হয়। যাদের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েয়ে তারা সাদিপুর ইউনিয়নে বিএনপি পরিবার হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। যুবদলের কর্মীদের দিয়ে ছাত্রলীগের কমিটি ঘোষনা করা এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এছাড়া এ কমিটি দেয়ার ব্যাপারে অর্থ
লেনদেনের অভিযোগও উঠে।এর পরিপেক্ষিতে কেন্দ্রীয় কমিটি এ সিদ্বান্ত নিয়েছে।