• ভোর ৫:৪২ মিনিট রবিবার
  • ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি: যোগ্যতা নাকি রাজনৈতিক প্রভাব সোনারগাঁয়ে শাওন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে নতুন ইউএনও ফারজানা রহমান সুজনের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হুশিয়ারি তুহিন মাহমুদের সোনারগাঁয়ে দূর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ সোনারগাঁ উপজেলা যুবদলের দোয়া মাহফিল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সোনারগাঁ থানা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ শিক্ষককে লাঞ্চিত করে পদত্যাগে বাঁধ্য করায় সোনারগাঁয়ে প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ-সমাবেশ সোনারগাঁয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের অধিকাংশ সরঞ্জাম চুরি বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপি’র দোয়া বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সোনারগাঁয়ে ছাত্রদলের শো-ডাউন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট, তীব্র ভোগান্তী সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা কার্যালয় দখল করে বিএনপির দলীয় অফিস সোনারগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের উপর বহিরাগতদের হামলা সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা নিরপরাধ কোন ব্যক্তিকে যেন মামলায় জড়ানো না হয়. ড. ইকবাল হোসেন সোনারগাঁও পৌরসভা মুক্তিযোদ্ধা কার্যালয়ে হামলা ভাংচুর সোনারগাঁয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ
জাতিয় শোক দিবস ডা. বিরু ও তার সমর্থকদের দূর্দিন

জাতিয় শোক দিবস ডা. বিরু ও তার সমর্থকদের দূর্দিন

Logo


নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে শোক দিবসে শোক সভাকে কেন্দ্র ডা. বিরু ও তার সমর্থকদের একই প্যান্ডের বারবার ভাংচুরের ঘটনায় বিরু’র শোক দিবস দুর্দিনে পরিনত হয়েছে বলে মনে করেন সোনারগাঁয়ের সুশীল সমাজের লোকজন। তারা জানান সদ্য ঘোষিত উপজেলা আহবায়ক কমিটি ঘোষনার পর এটিই ছিল প্রথম আহবায়ক কমিটির শোক সভা আর সেই শোক সভাতে পুরো আহবায়ক কমিটি সদস্যরা তাকে প্রত্যাখান করে তাকে জায়গায় জায়গায় বাঁধাগ্রস্থ করে তাকে ও তার সমর্থকদের লাঞ্চিত করেছে যার ফলে অনেক স্থানে পুলিশী পাহারায় তারা শোকসভা পালন করেছেন।

স্থানীয়রা জানান, শোকসভা চলাকালীন সময়ে ১৫ আগষ্ট সকালে সোনারগাঁও পৌরসভার মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার সকালে সোনারগাঁও পৌরসভা মাঠে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর কেন্দ্রীয় সাংগঠিনক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর সমর্থকদের উদ্যোগে নির্মিত এ প্যান্ডেলে হামলা ও ভাংচুর করা হয়। এসময় চেয়ার টেবিল ও সাঁটানো ব্যানার ভাংচুর ও ছিড়ে ফেলা হয়। এর আগে গত শনিবার বিকেলে একই স্থানে হামলার করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের এক শীর্ষ নেতাকে দায়ী করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু। পুনরায় হামলার ঘটনার পর সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, সোনারগাঁ থানার ওসি মো. হাফিজুর রহমান, পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় প্যান্ডেল ভাংচুরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জানা যায়, সোনারগাঁয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা দু’ভাগে বিভক্ত হয়ে পালন করছেন। পৃথকভাবে তারা ব্যানার ও ফেষ্টুন সাঁটিয়েছেন। সোনারগাঁ উপজেলা আওয়ামলীগের আহবায়ক কমিটির ব্যানারে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারের নেতৃত্বে আহবায়ক কমিটি ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ) এর কেন্দ্রীয় সাংগঠিনক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু সমর্থকরা এ দিবসটি উদযাপনের প্রস্তুতি নেন। এ উপলক্ষে দু’পক্ষই উপজেলার বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও গণভোজের জন্য প্যান্ডেল তৈরি করে। সোনারগাঁও পৌরসভার মাঠে শোক দিবস উপলক্ষে আবু জাফর চৌধূরী বিরুর সমর্থক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান মিলাদ মাহফিল ও আলোচনা সভার জন্য প্যান্ডেল নির্মান করে। শনিবার বিকেলে ওই এলাকা ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা ওই প্যান্ডেলের চেয়ার টেবিল ভাংচুর করে প্যান্ডেলটি গুড়িয়ে দেয়। রোববারও সকাল ১১ টার দিকে ঘটনাস্থলের পাশ্ববর্তী স্থানে কায়সারের সভা চলাকালে আবারো প্যান্ডেলে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাংচুর করে। এ ঘটনা প্রকাশ্যে হলেও কেউ হামলাকারীদের নাম প্রকাশ করতে রাজি হননি। তবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারকে দায়ী করেছেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর চৌধূরী বিরু বলেন, জাতির পিতার শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে হামলা ভাংচুর করে জাতির পিতাকে অবমাননা করেছেন। এটা অবশ্যই অমার্জনীয়। কায়সারের নির্দেশে মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর ও যুবলীগ সাধারণ সম্পাদক নাজমুল হাসান সজিবের নেতৃত্বে কিছু উশৃঙ্খল যুবক এ হামলা ও ভাংচুর করে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। কেন্দ্রে অভিযোগ দিবো।


Logo