বঙ্গবন্ধুর শত জম্মবাষিকী উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আবদুল্লাহ আল কায়সার তার নেতাকর্মীদের নিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও কেককেটে জম্মদিন পালন করেছেন।
সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সারের সঙ্গে ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাবেক সভাপতি গাজী মুজিবুর রহমান, সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরমান হোসেন মেরাজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন, আওয়ামীলীগ নেতা মোস্তফা কামাল নিলু, কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের সভাপতি মান্নন মেম্বার, পৌর যুবলীগ নেতা শাহিন আলম স্বাধীন।
পরে মোগরাপাড়া চৌরাস্তায় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে কেক কাটেন আব্দুল্লাহ আল কায়সার।