আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোনারগাঁ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ শহরে শোডাউন করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
মঙ্গলবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের মুক্তি জেনারেল হাসপাতালের সামনে সোনারগাঁ উপজেলা শ্রমিকদলের আয়োজনে সোনারগাঁ উপজেলা বিএনপির শত শত নেতাকর্মীদের নিয়ে সমবেত হন আজহারুল ইসলাম মান্নান। পরে মান্নান শোডাউন করে মিশনপাড়ায় জেলা শ্রমিকদলের আয়োজিত সমাবেশে জেলা বিএনপির নেতাদের সঙ্গে র্যালীতেও যোগদান করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু, বিএনপি নেতা কামরুজ্জামান মাসুুম, জাহাঙ্গীর আলম, আবদুর রহমান মুুুুন্সী, হাজী সেলিম সরকার, শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবর রহমান, সোনারগাঁ পৌর শ্রমিকদলের সভাপতি আব্দুর রাহিম, বিএনপি নেতা সেলিম হোসেন দিপু, ছাত্রদল নেতা সুমন প্রমূখ।