নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ জেলায় ২৫ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনকে ঘিরে সোনারগাঁ কয়েক হাজার নেতাকর্মী নিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেছে। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সাসমুল ইসলাম ভুইয়া, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম ও সাধারণ সম্পাদক কায়সার হাসনাতের নেতৃত্বে উপজেলার ৯টি ইউনিয়ন চেয়ারম্যান ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে জলপথে ও স্থল পথে সোনারগাঁ থেকে কয়েক হাজার নেতাকর্মী ব্যানার ফেষ্টুন ও ডাকঢোল নিয়ে সম্মেলেনে অংশ গ্রহন করেন।
জানাগেছে, এই সম্মেলনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে। তৃণমূল নেতাকর্মীদের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা আর চাপা উত্তেজনা বিরাজ করছে। সেইসাথে জল্পনা কল্পনা চলছে সম্মেলনে কে পেতে যাচ্ছেন জেলা আওয়ামীলীগে দায়িত্ব।
আজ রোববার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা কমিটির সম্মেলনের জন্য এরই মধ্যে শহরের ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সম্মেলনে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন তোরণে ছেয়ে গেছে পুরো শহর। গুরুত্বপূর্ণ সব সড়কে তৈরি করা হয়েছে শুভেচ্ছা তোরণ। কে হচ্ছেন সভাপতি ও সাধারন সম্পাদক তা নিয়ে চলছে সর্বত্র আলোচনা।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে থাকবেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। প্রধান বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।