নিউজ সোনারগাঁ২৪ডটকম:
আমার কন্ঠ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মোঃ রমজান ভুইয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। শনিবার বিকালে তিনি ইন্ডিয়া থেকে মুঠোফোনে তিনি এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি রমজান ভুইয়া সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। অল্প দিনের এ যাত্রায় অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি তার পেশাগত দায়িত্ব পালন করেছেন। প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন প্রতিভাবান সাংবাদিক হারালো। রমজান ভুইয়া বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রমজান ভুইয়া গত বুধবার বিকালে কাঁচপুর থেকে মোগরাপাড়া চৌরাস্তা আসার সময় সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঢামেক হাসপাতাল ও পরে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসার পর আজ শনিবার দুপুরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে বাবা-মা তিন ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর রমজানের জানাযা শেষে সনমান্দি দৈলরদী গ্রামের কবর স্থানে তাকে দাফন করা হয়।