নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সাবেক এমপি কায়সার হাসনাতকে রাজনৈতিক উপদেশ দিয়ে ফেইজবুকে স্ট্যাটাস দিয়েছেন তারই এলাকার ইঁটালী প্রবাসী জাহাঙ্গীর আলম। মঙ্গলবার সন্ধ্যা ৭:০৫ মিনিটে জাহাঙ্গীর আলম তার নিজস্ব আইডিতে এ স্ট্যাটাসটি দেন। স্ট্যাটাসে জাহাঙ্গীর আলম একটি ছবিও ও পোষ্ট করেন। ছবিতে তার পিছনে থাকা দুজন নেতাকে উদ্দেশ্য করে জাহাঙ্গীর আলম লিখেন কায়সার হাসনাতের পিছনে থাকা দুজন রিস্তেদার থাকলে নৌকা ডুবাতে সময় লাগবে না। কায়সার ১০ বছর ধরে রাজনীতি করে এখনও চিনলো না কে ধান্ধাবাজ, চিনলো না ক্লিন ইমেজের আওয়ামীলীগ নেতা চিনলোনা কে রাজাকার। যখন কালাম কায়সারের সাথে ছিলো তখন রিস্তেধাররা বলতো কালাম কায়সারের মাথায় কাঠাল ভেঙ্গে খাচ্ছে। কালাম খাইলেও তার জনবল ছিলো শক্তি ছিলো। তাই বদনামটা কালামকে বহন করতে হতো। এখন যা কিছু বহন করতে হয় তা কায়সারকে করতে হয়। নিম্মে স্ট্যাটাসটি হুবহুব তুলে ধরা হলো: কায়ছার হাসনাতের পিছনে এইরকম দুই একজন নামধারী রিস্তাদার থাকলে নৌকা ডুবতে বেশি সময় লাগবেনা।কায়ছার আজ দশ বছর হলো রাজনীতির
মাঠে,না চিনলো ধান্ধা বাজ,না চিনলো ক্লিন আওয়ামীলীগার,না চিনলো রাজাকার।হায়রে সোনারগাঁ আওয়ামীলীগ। যখন আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম সাথে ছিলো, তখন রিস্তাদারা বলতো, কালাম কায়ছারের মাথায় কাঠাল রেখে খাইতেছে।কালাম খাইলেও আওয়ামীলীগের জনবল ছিলো তার সাথে।আওয়ামীলীগ শক্তিশালি ছিলো, তখন বদনামটা
কালামকেও কিছুটা বহন করতে হতো।এখন রিস্তাদাররা যা কিছু করে বহন করতে হয় কায়ছারকে।
কায়ছারের সামনেতো কেউ বলেনা, তাই উপলব্ধি করতে পারেনা কায়ছার।কালাম রাজনীতি করে পয়সা কামায়, এইটা ঠিক,কিন্তু ডান হাতে পয়সা নেয় বাম হাতও টের পায়না।আমার চেয়ে বেশি কালামকে তার পরিবারের লোকও চিনে না।তবে কালাম ছাড়া কায়ছার অচল। তার প্রমাণ মিলবে ইলেকশনে।ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা।