নিউজ সোনারগাঁ২৪ডটকম:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় নৌকা প্রতিকের বদলে স্বতন্ত্র প্রার্থী হয়ে সিংহ মার্কা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন এ আসনের সাবেক সাংস আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। তিনি বিগত ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেছিলেন। সেসময় তিনি তার শক্তিশালী প্রতিদ্বন্ধি বিএনপির চারবারের সাংসদ অধ্যাপক মোঃ রেজাউল করিমকে ৮২হাজার ৫শত ৯৭ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন। গত ২০১৪ সালের সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হন কায়সার হাসনাত। তখন এখানে মনোনয়ন পেয়েছিলেন তার আপন চাচা মো. মোশারফ হোসেন। কিন্তু জোটগত কারণে তাকে শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হয়। ফলে বিনা প্রতিদ্বন্ধিতায় এখানে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। কিন্তু এবারের নির্বাচনে কায়সার হাসনাত কোনভাবেই ছাড় দিতে রাজি নয়। দলীয় মনোনয়ন না পেলেও ব্যক্তিগত জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে সিংহ মার্কায় নির্বাচন করছেন তিনি। কায়সার সমর্থকরে দাবি সোনারগাঁয়ে আওয়ামীলীগে হাসনাত পরিবারের যে অবারও কায়সার হাসনাতের বিপুল জনপ্রিয়তা এ দুই মিলে নির্বাচনে সিংহ মার্কা নিয়েই জয়ের মালা পরবেন কায়সার।