নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সোনারগাঁবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সোনারগাঁ আওয়ামীলীগের আহ্বায়ক এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ন আহবায়ক সাবেক এমপি কায়সার হাসনাত ও যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এক শুভেচ্ছা বাণীতে আহবায়ক কমিটির পক্ষ থেকে এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, পবিত্র ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদে হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ। তাই ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাধে কাধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বন জানান তিনি।
তিনি বলেন, করোনা পরিস্থিতি এখন অনেকটাই উন্নতির দিকে তারপরও সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ উপভোগ করি। ঐতিহাসিক সোনারগাঁবাসী আনন্দের সাথে ঈদ পালন করুক এ আশাবাদ ব্যক্ত করে বলেন দল,মত নির্বিশেষে সবাই মিল ঈদ উৎসব পালন করবো।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রাণ প্রিয় সোনারগাঁবাসীর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন তিনি।