নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নিহত মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের স্বরণে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নিহতের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রয়াত বিল্লাল হোসেনের মেয়ে বিউটি আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও সোনারগা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার, সনমান্দি ইউনিয়নের বিএনপির সভাপতি রমজান সরকার, সাদিপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সেলিম সরকার, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজিব, যুগ্ন সম্পাদক নাজমুল হাসান বাবু, মেহেদী হাসান, রাজিব হোসেন রাজ প্রমুখ।
নিহত বিল্লাল হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।