• সকাল ৭:১১ মিনিট রবিবার
  • ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি: যোগ্যতা নাকি রাজনৈতিক প্রভাব সোনারগাঁয়ে শাওন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে নতুন ইউএনও ফারজানা রহমান সুজনের চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হুশিয়ারি তুহিন মাহমুদের সোনারগাঁয়ে দূর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ সোনারগাঁ উপজেলা যুবদলের দোয়া মাহফিল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সোনারগাঁ থানা বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ শিক্ষককে লাঞ্চিত করে পদত্যাগে বাঁধ্য করায় সোনারগাঁয়ে প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ-সমাবেশ সোনারগাঁয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের অধিকাংশ সরঞ্জাম চুরি বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপি’র দোয়া বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সোনারগাঁয়ে ছাত্রদলের শো-ডাউন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিলোমিটার যানজট, তীব্র ভোগান্তী সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা কার্যালয় দখল করে বিএনপির দলীয় অফিস সোনারগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের উপর বহিরাগতদের হামলা সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা নিরপরাধ কোন ব্যক্তিকে যেন মামলায় জড়ানো না হয়. ড. ইকবাল হোসেন সোনারগাঁও পৌরসভা মুক্তিযোদ্ধা কার্যালয়ে হামলা ভাংচুর সোনারগাঁয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ
সোনারগাঁয়ে ভারপ্রাপ্তদের দিয়ে চলছে আওয়ামীলীগ

সোনারগাঁয়ে ভারপ্রাপ্তদের দিয়ে চলছে আওয়ামীলীগ

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকম:
ভারপ্রাপ্তদের দিয়ে চলছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি। একুশ বছর আগে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন করা হলেও ওই পুরনো কমিটিই জোড়া তালি দিয়ে চলাচ্ছে দলীয় কার্যক্রম। মৃত্যুজনিত কারণ, রাজনীতে নিস্ক্রিয়তা ও বিদেশে অবস্থানের কারণে সোনারগাঁ আওয়ামীলীগের কমিটি অনেকটাই সংকুচিত হয়ে গেছে। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় কমিটিতে আসার সুযোগ পাচ্ছে না তরুণ নেতারা। ফলে সোনারগাঁ আওয়ামীলীগ অনেকটাই ঝিমিয়ে পড়েছে।

১৯৯৮ সালে আবুল হাসনাতকে সভাপতি ও আব্দুল হাই ভূইয়াকে সাধারণ সম্পাদক করে ৫১সদস্যের উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়। ২০০৬ সালে আবুল হাসনাত ও ২০১৩ সালে আব্দুল হাই ভূঁইয়া মারা যাওয়ার পর কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়া ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।
কমিটির সহ-সভাপতি সৈয়দ মজিবুর রহমান ও নাছির উদ্দিন ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ শিকদার, কার্যকরী সদস্য জিয়াউদ্দিন ফারুক, সাবিকুন নাহার পরী, মোবারক উল্লাহ, আবুল বাশার ও সামছুল হক মেম্বারসহ ১৮জন সদস্য মারা যাওয়ার পর শূন্য পদগুলো আর পূরণ করা হয়নি। এছাড়া ওই কমিটির প্রায় ১৫জন সদস্য বর্তমানে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত নন এদের অনেকে আবার বিদেশের বাইরে চলে গেছেন ফলে ৫১ সদস্যের কমিটি এখন দাড়িয়েছে ১৮জনে।

দীর্ঘদিন যাবত কমিটি না হওয়ায় অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছে সোনারগাঁ আওয়ামীলীগ। দলে দেখা দিয়েছে বিভক্তি। একাধিক ভাগে বিভক্ত হয়ে পালন করা হচ্ছে দলীয় কার্যক্রম। ফলে সোনারগাঁ আওয়ামীলীগে দেখা দিয়েছে সাংগঠনিক দুর্বলতা ও বিশৃঙ্খলা। বিগত সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রার্থী ছিলেন ১৭জন। কমিটি না থাকার কারণেই এত বেশি মনোনয়ন প্রত্যাশী হয়েছেন বলে মনে করেন স্থানীয়রা।

সোনারগাঁ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ বাদশা জানান, সোনারগাঁ আওয়ামীলীগের কমিটিতে এখন যারা আছেন বয়সের ভারে বেশির ভাগই রাজনীতিতে নিক্রিয় তবে দলীয় কর্মসূচি কিংবা মিটিংয়ে ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ ৭/৮জনের বেশী পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় আওয়ামীলীগের কমিটিতে এ অবস্থা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই জানান, কমিটি না হওয়ার বিষয়টি নারায়ণগঞ্জ জেলার প্রায় প্রতিটি উপজেলাই রয়েছে। সোনারগাঁয়ে দীর্ঘদিন যাবত ভারপ্রাপ্তদের দিয়ে সংগঠন পরিচালিত হচ্ছে এতে দলীয় কর্মসূচি পালনে কিছুটা বিঘœ ঘটছে। আমরা জেলা কমিটির পক্ষ থেকে নতুন কমিটি গঠনের বিষয়টি কেন্দ্রে জানিয়েছি। কেন্দ্র থেকে নির্দেশনা এলে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটিগুলো করবো পরে কাউন্সিলের মাধ্যমে উপজেলা কমিটি করা হবে। কবে নাগাদ নতুন কমিটি করা হবে এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই কিছুই জানাতে পারেননি।


Logo