নিউজ সোনারগাঁ২৪ডটকম:
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৪জন মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়ন প্রত্যাহারের পর নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ভোটের লড়াইয়ে মাঠে লড়বেন ৭জন প্রার্থী। তারা হলেন মহাজোটের প্রার্থী জাতীয় পার্টি দলীয় বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম মান্নানকে চূড়ান্ত করা হয়েছে। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে এখনো অনঢ় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। এছাড়া লড়াইয়ে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত আলহাজ্ব মোঃ সানাউল্লাহ নূরী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মানিক, সিপিবির আব্দুস সালাম বাবুল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির এএনএম ফখরুদ্দিন।
এছাড়া এ আসন থেকে মোট ১৫ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পত্র জমা দিয়ে ছিলেন। এদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করে জেলা রিটানিং কর্মকর্তা রাব্বি মিয়া।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসন থেকে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল, জাকের পার্টির মুরাদ হোসেন জামাল, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস সোহেল মনোনয়ন প্রত্যাহার করেছেন।