নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: যথাযথ মর্যাদায় সোনারগাঁয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সোনারগাঁয়ের সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা প্রশাসনসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. ইব্রাহিম, সোনারগাঁ উপজেলার আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নাসরিন সুলতানা ঝরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সস্পাদক আলী হায়দার, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, কোহিনুর ইসলাম রুমাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।