নিউজ সোনারগাঁ২৪ডটকম:
আজ ঐতিহানিস ৭ মার্চ। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের কয়েকজন নেতা বঙ্গবন্ধুেেক শ্রদ্ধা জানাতে দেখা গেলেও দেখা মেলেনি আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া নৌকার প্রার্থী মোশারফ হোসেন ও সাবেক এমপি কায়সার হাসনাত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মনোনয়ন প্রার্থীদের।। এছাড়া দেখা মেলেনি আওয়ামীলীগের অন্যান্য সহযোগী সংগঠন ও মুক্তিযোদ্ধাদের। এমনি একটি ঐতিহাসিক দিনে বঙ্গবন্ধুকে ভাস্কর্যে শ্রদ্ধা জানাতে না আসা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনকে না দেখায় বিস্ময় প্রকাশ করেছে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
জানাগেছে, আজ বৃহস্পতিবার ৭ই মার্চ উপলক্ষে সকাল বেলা বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান সোনারগাঁ উপজেলা প্রশাসন ও জাদুঘর কর্তৃপক্ষ। পরে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। দিবসটি উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসন, জাদুঘর কর্তৃপক্ষ ও মাহফুজুর রহমান কালাম ছাড়া অন্য কোন আওয়ামীলীগের সহযোগী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানাইনি। বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এবং সদ্য উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন পাওয়া মোশারফ হোসেন ও তার ভাতিজা সাবেক এমপি কায়সার হাসনাত ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ও জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন চাওয়া কোন নেতাকে না দেখে অনেকটা অবাক হয়েছেন সোনারগাঁবাসী।
যার জন্য আজকের এ বাংলাদেশ। যার জম্ম না হলে এ বাংলাদেশের জম্ম হতো না সেই নেতার ঐতিহাসিক ভাষনে কাউকে না দেখাটাকেও ভাল চোখে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।
তৃনমুল নেতারা জানান, সোনারগাঁয়ের নেতারা রাজনীতি করেন নিজের স্বার্থের জন্য। জাতীয় সংসদ নির্বাচন এলেই তাদের মাঠে দেখা যায়। সে সময় বিশেষ দিনগুলোতে তাদের আগে ত্যাগী নেতারাও সুযোগ পান না। এখন সংসদ নির্বাচনও শেষ আর সে নেতাদেরও দেখা শেষ। তারা ক্ষোভের সাথে জানান, উপজেলা নির্বাচনে সদ্য নৌকার মনোনয়ন পাওয়া নেতারা নৌকা পেয়েছে তাদের কাজ শেষ এখন সময় গুনছে কবে উপজেলা নির্বাচন করে চেয়ার দখল করে বসবে।