নিউজ সোনারগাঁ২৪ডটকম:
আগামী নির্বাচনকে সামনে রেখে গনতান্ত্রিক সরকারকে উৎখাত ও বিস্ফোরক দ্রব্য দিয়ে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে হামলার উদ্দেশ্যে ষড়যন্ত্রের অভিযোগে সোনারগাঁ থানা বিএনপি ও সাদিপুর ইউনিয়ন বিএনপি ও বারদী ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সোনারগাঁ থানা পুলিশের দায়ের করা মামলায় বারদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেন, আবুল কাসেম, সাধারণ সম্পাদক আব্দুল রহমান মুন্সি, যুবদল নেতা আঃ আলী, মতিন, আনারসহ ২৮ জন নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। বুধবার হাইকোর্টের ১৯জন বেঞ্চে আসামী পক্ষের আইনজীবি ব্যারিষ্ট্রার মাহাবুবুর উদ্দিন খোকন তাদের জামিন আবেদন করলে আদালত তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
উল্লেখ, গত মাসের ৯ তারিখে সাদিপুর ইউনিয়র বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেনকে প্রধান আসামী করে ৪৪ জন বিএনপি নেতার নাম উল্লেখ করে ও ১২ সেপ্টেম্বর তারিখে বারদী ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজগরকে আটক করে তাকে প্রধান আসামী করে ৬৭ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন সোনারগাঁ থানা পুলিশ।