• বিকাল ৪:২৮ মিনিট শনিবার
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  • ঋতু : শরৎকাল
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে স্বামীর অন্ডকোষে স্ত্রী আঘাত: স্বামীর মৃত্যু সোনারগাঁয়ে ৪ দোকানীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁয়ে পিতা-পুত্রকে কুপিয়ে জখম সোনারগাঁয়ে স্থানীয় সরকার দিবসে শোভাযাত্রা ও উন্নয়ন মেলা সোনারগাঁয়ে কাঠ বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার পিরোজপুরে স্থানীয় সরকার দিবস পালন সোনারগাঁয়ে অটোর ধাক্কায় শিশু নিহত কারাবন্দি আলেমদের মুক্তি চেয়ে জামায়াতের মানববন্ধন মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে: মুক্তি চেয়ে গৃহিণীর আহাজারি অতি কথনে বিষ ছড়াচ্ছে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগে সোনারগাঁয়ে দুই মোবাইল দোকানে দুর্ধষ চুরি সোনারগাঁয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই সাংবাদিক আকতার হাবিবের পিতার স্বরণে দোয়া ও মিলাদ মাহফিল কালো তালিকাভুক্ত হলো মোগরাপাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ১৬ সেপ্টেম্বর সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভায় শামীম ওসমান সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৬ বছর পূর্তি পালিত সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত সোনারগাঁয়ে স্বামীর মোটর সাইকেলের চাকায় ওড়না পেচিয়ে গৃহবধূর মৃত্যু সোনারগাঁয়ে ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ উদ্বোধন
সোনারগাঁয়ে এক লাঙ্গলের দুই ভাগিদার

সোনারগাঁয়ে এক লাঙ্গলের দুই ভাগিদার

Logo


নিউজ সোনারগাঁ২৪ডটকম:

আগামী নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁ উপজেলায় এবার লাঙ্গলের জোয়াল ধরতে দুই ভাগিদার। এক সময়ে দীর্ঘদিন লাঙ্গলের একমাত্র ভাগিদার লিয়াকত হোসেন খোকা থাকলেও শেষ সময়ে এসে এরশাদের পালিত কন্যা অন্যান্য হোসাইন মৌসুমী এসে লাঙ্গলের জোয়ালল ধরতে চাইছেন। এজন্য তিনি মাঠে নেমে কাজ শুরু করেছেন। মৌসুমীর দাবি মনোনয়নের সবুজ সংকেত নিয়েই তিনি মাঠে নেমেছেন। অপরদিকে লিয়াকত হোসেন খোকা তার জনপ্রিয়তা ও ৫ বছরের কাজের উপর দল মুল্যায়ন করে দল লাঙ্গল তার হাতে তুলে নিবেন এমনটাই দাবি।

সুত্র থেকে জানা যায, গত দশম জাতীয় নির্বাচনে সোনারগাঁ থেকে জাতীয় পার্টির মনোনয়নের জন্য মাঠ চষে বেড়িয়েছেন এরশাদের পালিত কন্যা ও জাতীয় মহিলা দলের সাধারণ সম্পাদক অন্যান্য হুসাইন মৌসুমী। সেজন্য তিনি সোনারগাঁয়ে থানা কমিটিও করেছিলেন। এরআগে মৌসুমী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের জন্য নির্বাচনও করেছিলেন। সে নির্বাচনে তিনি জয়ী হতে না পেরে সোনারগাঁ জাতীয়পার্টির হার ধরেছিলেন। তার হাতে সাবেক এমপি বাহাউলের হাত থেকে পড়ে যাওয়া জাতীয়পার্টিকে পূর্নবিন্যাস করার জন্য উপজেলার প্রতিটি ইউনিয়নে ছুড়ে বেরিয়েছেন। তিনি প্রতিটি ইউনিয়ন কমিটি থেকে শুরু করে ওয়ার্ড কমিটিও করেছিলেন। কিন্তু দশম নির্বাচনে এরশাদ নির্বাচন থেকে সরে দাড়ানোর ফলে স্বপ্ন ভঙ্গ হয় তার। সোনারগাঁ থেকে মনোনয়ন বঞ্চিত হন অন্যান্য হুসাইন মৌসুমী। এখান থেকে মনোনয়ন দেওয়া হয় লিয়াকত হোসেন খোকাকে। সেই নির্বাচনে অন্য দলের কোন মনোনয়ন প্রার্থী না থাকায় বিনা ভোটে এমপি নির্বাচিত হন লিয়াকত হোসেন খোকা। নির্বাছনের কিছু দিন সোনারগাঁয়ে অবস্থান করার পর লিয়াকত হোসেন খোকার সাথে দ্বন্ধ করে মৌসুমী চলে যান ঢাকায়। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সোনারগাঁয়ে আগামীতে তিনি লাঙ্গলের প্রার্থী হবেন বলে স্ট্যাটাস দেন।

এদিকে,আগামী একাদশ নির্বাচনকে সামনে রেখে গতকাল শুক্রবার হঠাৎ করে মৌসুমী উপজেলার নয়াপুর এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করে সরগনম হয়ে উঠেন মৌসুমী। সেই উঠান বৈঠকে তিনি জানান, জাতীয়পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের নির্দেশে ও মনোনয়নের সবুজ সংকেত পেলে তিনি নির্বাচনে জন্য গণসংযোগ শুরু করেছেন। আগামী তিনিই সোনারগাঁ থেকে লাঙ্গলের মনোনয়ন পাবেন।

অপরদিকে, জাতীয়পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা লাঙ্গলের একমাত্র দাবিদার হিসেবে সোনারগাঁয়ে নির্বাচনী মাঠ গোচ্ছাছেন। তিনি একদিকে সোনারগাঁয়ের সংসদ সদস্য অপরদিকে দলের যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। সেই হিসেবে তিনি আগামীতে একমাত্র লাঙ্গলের দাবিদার। তিনি বিভিন্ন সভা সমাবেশে লাঙ্গলের মনোনয়ন নিয়ে চিন্তি তনয় বলে জানিয়ে বলেছেন আমি আমার মনোনয়ন নিয়ে চিন্তা তো করিনা বরং আমি অন্যকে মনোনয়ন দেওয়ার ক্ষমতা রাখি।

এদিকে জাতীয়পার্টির নেতাকর্মীরা জানান, আমাদের দলের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব যার হাতে লাঙ্গল প্রতিক তুলে দিবেন আমরা তারই পক্ষে আছি এবং তারজন্য মাঠে কাজ করে লাঙ্গলের বিজয় নিশ্চিত করবো।


Logo

Website Design & Developed By MD Fahim Haque - Web Solution