নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থীর মধ্যে ৪ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে বিজয়ী প্রার্থী বাবু ওমর ও তার নিকটতম প্রতিদ্ধন্ধি প্রার্থী আবু নাঈম ইকবাল ছাড়া বাকি সবার জামানতই বাজেয়াপ্ত হয়। উপজেলার ১১৮টি কেন্দ্রে ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ১ লাখ ১৯ হাজার ৪শত ৫৬ ভোট। এই ভোটের আট ভাগের এক ভাগ একক ভাবে না পাওয়ায় জামানত হারান সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন, এসএম জাহাঙ্গীর, সাংবাদিক শাহজালাল ও মনির হোসেন। উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের সংখ্যার অনুপাতে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জামানত নির্ধারণ করা হয়।
জানা গেছে, গত রবিবার সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতা করেন। নির্বাচনে মোশারফ হোসেন ৭৩০৩৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রার্থী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম পান ৪৫ হাজার ৫৪০ ভোট।
অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন সাবেক ২ ভাইস চেয়ারম্যানসহ ৬জন প্রার্থী প্রতিদ্ধন্দিতা করেন। এরমধ্যে টিউবওয়েল প্রতিকে বাবু ওমর ৫৮ হাজার ৯শত ৩৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি তালা প্রতিকে আবু নাঈম ইকবাল পান ৩৫ হাজার ৫শত ৩৩ ভোট। এছাড়া বাকি ৪ প্রার্থী জামানত হারান। এরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন মাইক প্রতিকে পান ৬ হাজার ৭৯৩ ভোট, সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর চশমা প্রতিকে পান ৫ হাজার ২৬০ ভোট, সাংবাদিক শাহজালাল বই প্রতিকে পান ৩ হাজার ৩শত ৬১ ভোট ও উড়োজাহাজ প্রতিকে মনির হোসেন পান ৩ হাজার ৩৬৩ ভোট। উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের সংখ্যার অনুপাতে এ চার প্রার্থী মোট প্রাপ্ত ভোটের ৮ ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।