নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর ও মঙ্গলেরগাঁও এলাকায় আলোচনাসভা, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। উপজেলা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম (আশরাফ প্রধান), যুগ্ম আহবায়ক রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন, জেলা যুবদল নেতা শাহজালাল সাজু, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল অনিক, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম , সহ সাধারণ মো: সুমন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান সিয়াম, পিরোজপুর ইউনিয়ন যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক নুরনবী মাস্টার, সাধারণ সম্পাদক আতাউর রহমান, পিরোজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ সভাপতি নুরুজ্জামান সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ।