নিউজ সোনারগাঁ২৪ডটকম:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউল রহমানের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পৌরসভার আদমপুর বাজারের টুরিষ্ট হোমে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহ আলম মুকুল, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ মিয়া, থানা যুবদলের সভাপতি জাকির হোসেন বাবু, পৌর যুবদলের সভাপতি ও কাউন্সিলর ফারুক আহম্মেদ তপন, থানা যুবদলের ভারপ্রাপ্ত সেক্টেটারী নিজামউদ্দিন, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ রুবেল, সাংগঠনিক সম্পাদক জাহের আলী, থানা যুবদলের সহ-সভাপতি দুলাল মিয়া, যুবদল নেতা শহীদ সরকার, এডভোকেট সাদ্দাম হোসেন প্রমূখ।