সোনারগাঁ যুবদলের সভাপতির জাতীয়পার্টিতে যোগদান
- আপডেট টাইম : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২০
নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মো.ফারুক আহমেদ তপন শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলা অডিটোরিয়ামে তিনি এমপি লিয়াকত হোসেন খোকার হাতে ফুলের লাঙ্গল প্রতীক দিয়ে যোগদান করেন।
সোনারগাঁও পৌরসভা জাতীয় পার্টির আহবায়ক এমএ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য নাইম ইকবাল, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব শফিকুল ইসলাম, পৌর জাতীয় পার্টি নেতা গরীব নেওয়াজ, মোহাম্মদ আলী, হাজী লিয়াকত আলী, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব হাজী শহীদ সরকার, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আশরাফুল ভূইয়া মাকসুদসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।