নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জম্ম বার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ মোঃ সোহাগ রনি’র উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
গতকাল ১৭ মার্চ বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা আল-মদিনা শপিংয়ের সামনে একটি অস্থায়ী মঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী কৃষকলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী শাহজামাল তোতা, সোনারগাঁ ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ শাহআলম, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহসম্পাদক, ঢাকা কলেজ শাখার সাবেক সভাপতি ও পৌরসভার মেয়রপ্রার্থী ছগীর আহম্মেদ, আওয়ামী নেতা মোস্তফা, আবুল কাশেম, সাবেক ছাত্রলীগ নেতা এস,এম আলমগীর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সেলিমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনেন নেতৃবৃন্দ।
মোনাজাতে বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করেন শাহ মোঃ সোহাগ রনি।