নিউজ সোনারগাঁ২৪ডটক:
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিরা মানুষে মানুষে হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা তৈরী করতে চায়। তারা স্বাধীনতার সময় যেমন বিরোধীতা করেছিলো এখন দেশকে পরাধীন করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব অপশক্তির বিরুদ্ধে আমাদের সবার এক্যবদ্ধ থাকতে হবে। কোন ষড়যন্ত্র যাতে আমাদের হিন্দু মুসলিমদের ভ্রাতৃত্ব নষ্ট না করতে পারে সেজন্য সবাই সজাগ থাকতে হবে। সোমবার সকালে সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর পারণ উপলক্ষে রামকীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার। তাই আমরা কৃষ্ণের জম্মষ্টোমী উপলক্ষে এখানে এসে আপনাদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। আপনাকে যখনই আমাদের ডাকবেন আমরা ভ্রাতৃত্বের অধিকার নিয়ে আপনাদের পাশে এসে দাড়াবো।
সাদিপুর মন্দিরের সভাপতি সুবোধ চৌধুরীর সভাপতিত্বে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর পারণ অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পপতি অমল পোদ্দার, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক প্রদ্বীপ কুমার ভৌমিক, সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট নূরজাহান, জামপুর ইউপি চেয়ারম্যান হামীম শিকদার শীপলু, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সিদ্দিক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি আজিজুল ইসলাম মুকুল, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান কামাল, আওয়ামীলীগ নেতা সামছুজ্জামান সামসু, ছাত্রলীগ নেতা তাহমিন ইসলাম আকিব, সাদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন প্রমূখ।