নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার বিকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তাস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। তবে প্রতিষ্টা বার্ষিকীতে ছিলেন না সাবেক এমপি কায়সার হাসনাত। তাকে ছাড়াই বাকি তিন নেতা কেক কেটে প্রতিষ্টা বার্ষিকী পালন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন।
প্রধান অতিথি মোশারফ হোসেন বলেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তথা আওয়ামী লীগের সকল অঙ্গসহযোগী সংগঠনকে পরিনত করেছেন। আজকে আমরা মনে করি যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীদের দায়িত্ব রয়েছে যুবলীগের যে সম্মান ও তার আদর্শকে রক্ষা করতে হবে, আমাদের আরো দায়িত্ববান হতে হবে আরো সু-শৃংখল হতে হবে। মানুষের কল্যাণে কাজ করার মনোবাসনা নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি পাবে।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, অনুষ্ঠানের ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু।
এসময় উপস্থিত আরো ছিলেন, উপজেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, কামাল হোসেন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আহাম্মেদ আলী তানভীর, সাদীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা