গত মঙ্গলবার রাতে সোনারগাঁ উপজেলার গোহাট্ট্রা গ্রামে স্বামী-স্ত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় সেলিম নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গত বুধবার সকালে গোহাট্টা গ্রাম থেকে সেলিমকে আটক করে পুলিশ। আটককৃত সেলিম গোহাট্ট্রা গ্রামের মৃত খালেকের ছেলে। সে পেশায় টাইলস মিস্ত্রী।
সোনারগাঁ থানার এসআই আব্দুর হক সিকদার জানান, গত মঙ্গলবার রাতে উপজেলার গোহাট্টা গ্রামে ভাঙ্গারী মালামাল বেচাকেনা নিয়ে একই গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া ও মানিক নামের দুই যুবকের সাথে একই এলাকার দেলোয়ার হোসেন ও তার স্ত্রী পারভীন আক্তারের বিরোধ হয়। এর জের ধরে সেলিম ও তার সহযোগী মানিক মিয়াকে নিয়ে দেলোয়ার হোসেনের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্বামী-স্ত্রীকে মারাত্মক আহত করে। এসময় সেলিম ও মানিক স্বামী-স্ত্রী দু্ই জনকে মৃত ভেবে তাদের ঘরে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়। পরে সকাল আটটার দিকে দেলোয়ার হোসেনের কাজের মহিলা ঘরে ঢুকে স্বামী-স্ত্রী দুজনের রক্তাত্ব দেহ দেখে এলাকাবাসীকে খবর দেয়। এলাকাবাসী স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢামেক হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় দেলোয়ার হোসেনের চাচাতো শ্যালক উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাছির উদ্দিন বাদি হয়ে সেলিম ও মানিকের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে সেলিনের বাড়ী থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত সেলিমকে জিঞ্জাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।