সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে মোহাম্মদ আলী জনি নামের এক মাদ্রসা ছাত্র নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রের পিতা মোঃ সফির উদ্দিন বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
ডায়েরীতে মোঃ সফির উদ্দিন উল্লেখ করেন, গত ১২ এপ্রিল সকাল বেলা জনি বাঘরী (জিরকুটিয়াপাড়) গ্রামের বাড়ি থেকে বের হয়ে কাঁচপুর ইউপির ললাটি বাসষ্ট্যান্ড এলাকায় যায়। এর পর থেকে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর ব্যর্থ হয়ে বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় একটি ডায়েরী করেন। তিনি আরো উল্লেখ করেন, মাদ্রসা ছাত্র জনি মানসিক ভাবে ভারসাম্যহীন, দীর্ঘদিন তাকে কবিরাজ দিয়ে চিকিৎসা করানো হয়েছে। এতে সে কিছুটা স্বাভাবিক হয়েও পুরোপুরি সুস্থ হয়নি।