নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: আওয়ামীলীগের ৭৩ বছর প্রতিষ্ঠা উপলক্ষে ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কালেরকন্ঠ শুভ সংঘের উদ্যোগে উপজেলার ভট্টপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্গনে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরন করেন উপজেলা আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
চিত্রাঙ্গন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার অধিকার করেন ফাহমিদা রশিদ, ২য় হয়েছেন প্রিথি ভুইয়া রাজ ও ৩য় হয়েছেন হুমাইরা ইসলাম ত্বহা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভট্টপুর সরকারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সাবেক সভাপতি আবু নাইম ইকবাল, প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সদস্য ও কালেরকণ্ঠ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি সাংবাদিক গাজি মোবারক, সাংবাদিক কামরুর ইসলাম, ঝাউচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু হানিফ, মাসুম বিল্লাহ, শাহাবুদ্দিন প্রধান, কবির হোসেনসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।