নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে মাস্টার্সে অর্থনীতি বিভাগ থেকে মেধা তালিকায় দ্বিতীয় স্হান হয়েছেন সোনারগাঁয়ের সাংবাদিক পরিমল বিশ্বাস। অর্থনীতি বিভাগ থেকে মেধা তালিকায় সেরা ১০ জনের নাম নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয় এর মধ্যে পরিমল বিশ্বাস দ্বিতীয় স্থান হয়েছেন।
১৪ আগষ্ট সোমবার দুপুরে তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস এর হাত থেকে একটি মোবাইল ট্যাব পুরষ্কার গ্রহন করেন। ও মেধা তালিকায় থাকা সবাই কে একটি করে মোবাইল ট্যাব পুরষ্কার দিয়েছেন।
এ ব্যাপারে পরিমল বিশ্বাস জানান, সাংবাদিকতার পাশাপাশি পড়াশোনাটাকে অনেক গুরুত্ব দিয়েছি। আমার বিশ্বাস যে কোন পেশার পাশাপাশি যদি কেউ চেষ্টা করে তাহলে যে কোন বিষয়ে তার সাফল্য নিশ্চিত। আমিও চেষ্টা করে প্রথম হওয়ার জন্য কিন্তু ভাগ্যক্রমে ২স্থান অধিকার করেছি। আমার ২য় স্থান অধিকার করার পেছনে আমার পরিবার ও শিক্ষকদের অনুপ্রেরনা ছিল। সেজন্য আমি আমার পরিবার ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।