নিউজ সোনারগাঁ২৪ডটকম:
সোনারগাঁ উপজেলায় সহস্রাধিক শিক্ষার্থীকে শপথ করালেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সোমবার সকালে উপজেলা ঐতিহ্যবাহি শিক্ষাপীঠ সোনারগাঁ ডিগ্রী কলেজ সরকারী করন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ লিয়াকত হোসেন খোকাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এ শপথ করানো হয়। কলেজটির অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। অনুষ্টানে কলেজের শিক্ষক ও সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা বলেন, মাদক একটি ভয়াবহ ব্যাধি। এটা নিজেকে যেমন ধ্বংস করে দেয় তেমন একটি পরিবার ও সমাজকে ধংষ করে দেয়। তাই মাদক কাবো না কাউকে মাদক খেতে দিবওনা।পরে তিনি কলেজে উপস্থিত সকল শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথ করান।