নিউজ সোনারগাঁ২৪ডটকমঃ সোনারগাঁ মেরিট ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ ৩১ ডিসেম্বর) মঙ্গলবার সকালে মোগরাপাড়া চৌরাস্তার ভুইয়া প্লাজার ৪র্থ তলায় অবস্থিত রেডচিলি রেস্টুরেন্টে এ সংবর্ধনার আয়োজন করা হয়। পরে অনুষ্ঠানে ক্যাডেট কোচিংয়ের উদ্ধোধন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অবঃ) মোঃ শহিদুল ইসলাম পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, মোগরাপাড়া উপজেলা পরিষদের চেয়ারমান আরিফ মাসুদ বাবু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি ওসমান গনি, কালেরকন্ঠের বিজ্ঞাপন বিভাগের জিএম মঞ্জুর হোসেন, ভট্টপুর মডেল সরকারী প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিআর বিলকিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, মেরিট ইন্টান্যাশনাল স্কুলের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য ও মেরিট ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারমান মোস্তাফিজুর রহমান মাসুম।