নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: এসএসসি ২০২০ খ্রিঃ পরীক্ষার ফলাফলের উপর ঢাকা বোর্ডের বৃত্তিতে নারায়ণগঞ্জের মেয়েদের মধ্যে সেরা হয়েছে বারদী স্কুল এন্ড কলেজে তাসমিনা আহম্মেদ বর্ষা।
বর্ষার এ সাফল্যে ও বারদী স্কুল এন্ড কলেজে সুনাম বৃদ্ধি করায় গভর্নিং বডির সভাপতি ও বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম তাসমিনা আহম্মেদ বর্ষা ও বিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তফা কামাল সহ সকল শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
জানা যায় যে,এবারের এসএসসি ২০২০ খ্রিঃ পরীক্ষায় নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের মধ্য থেকে ৭১ জন ট্যালেন্টপুল ও ৪২০ জন সাধারন এবং ২৪ জন উপজেলা কোটায় বৃত্তি লাভ করে। এর মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ট্যালেন্টপুলে ৬ জন সাধারন, ১৭ জন ও উপজেলা কোটায় ৪ জন সহ মোটা ২৭জন বৃত্তিলাভ করেছে। সোনারগাঁয়ের স্কুলগুলোর মধ্যে বারদীর স্কুল এন্ড কলেজের ১ জন ট্যালেন্টপুল, পঞ্চমী ঘাট স্কুল থেকে ট্যালেন্ট পুলে ৩ জন, সাধারন ৪ জন, পেরার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ট্যালেন্ট পুল ১ জন, মোগরাপাড়া এইচ জি জি এস সরকারি বিদ্যায়তন থেকে ট্যালেন্ট পুলে ১ জন, সাধারন ১ জন,সোনারগাঁও জি আর স্কুলের সাধারন গ্রেড ১ জন, সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এস আর উচ্চ বিদ্যালয়ে সাধারন গ্রেডে ৪ জন, সোনারগাঁও পাইলট গার্লস স্কুলে সা ধারন গ্রেডে ১ জন, সাদিপুর উচ্চ বিদ্যালয়ে সাধারন গ্রেডে ৩ জন, হোসেনপুর এস,পি ইউনিয়ন স্কুলে সাধারন গ্রেডে ১ জন, দবিরউদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয়ে সাধারন ২জন, সাধারন উপজেলা কোটায় ২ জন, সিনহা উচ্চ বিদ্যালয়ে উপজেলা কোটায় ১ জন, মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ সাধারন উপজেলা কোটায় ১ জন, গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে সাধারন গ্রেডে ১ জন।
মেধাবৃত্তি বা ট্যালেন্ট পুল প্রাপ্ত শিক্ষার্থীরা প্রত্যকে মাসিক ৬০০/-ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যকে মাসিক ৩৫০/- টাকা হারে বৃত্তি পাবে।এছাড়া বই ও যন্ত্রপাতি ক্রয়ের অনুদান হিসেবে ট্যালেন্ট পুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি বংসর ৯০০/- ও সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৪৫০/- টাকা এককালিন অর্থ সহায়তা পাবে।এ বৃত্তি শিক্ষার্থীরা জুলাই ২০২০ খ্রিঃ থেকে জুন ২০২২ পর্যন্ত মোট ২ বছর পাবে।