নিউজ সোনারগাঁ টু্য়েন্টফোর ডটকম: সোনারগাঁ উপজেলা পৌরসভার ৫৬নং আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ১০ ডিসেম্বর শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আসাদুজ্জামান মোল্লার সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক সাবিনা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল। বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাবের এমএম সালাহউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-গঠিত কমিটির সভাপতি পনির মোল্লা, সোনারগাঁ উপজেলা দলিল লিখক সমিতির সাবেক সভাপতি শাহ মোঃ ইসহাক, ইঞ্জিঃ সোলায়মান, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি খোকন মোল্লা। এসময় সোনারগাঁ প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সাংবাদিক রবিউল হুসাইন, মোঃ মনির হোসেন, খায়রুল আলম খোকন, আনোয়ার হোসেন, সোনারগাঁ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আহাম্মদ মোল্লা, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সহ-সভাপতি আসমা আক্তরী উপস্থিত ছিলেন।
পরে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আসাদুজ্জামান মোল্লার নব-গঠিত কমিটির সভাপতি পনির মোল্লা হাতে ফুল দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।