নিউজ সোনারগাঁ টুয়েন্টিফোর ডটকম: সোনারগাঁ উপজেলায় মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরীতে মোট এসএসসি ও সমমানের পরিক্ষীর সংখ্যা ৫৪৯৮ জন। এর মধ্যে মাধ্যমিক পরিক্ষার্থীর সংখ্যা ৪৮২৯ জন, দাখিল পরিক্ষার্থীর সংখ্যা ৩৯৬ জন ও কারিগরিতে পরিক্ষার্থীর সংখ্যা ২৭৩ জন।
এবার ৬টি কেন্দ্রে ও একটি ভেনুতে পরিক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়, বৈদ্যেরবাজার এমএন উচ্চ বিদ্যালয়, মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তন, হোসেনপুর হাইস্কুল, সোনারগাঁও জিআর ইনিস্টিউশন, মজহমপুর হাইস্কুল। এর মধ্যে কাঁচপুর সিনহা হাইস্কুলকে ভেন্যু ঘোষনা করা হয়েছে। এছাড়া তাহেরপুর মাদ্রাসাকে একটি কেন্দ্র ঘোষনা করা হয়েছে।